উপকরণ - থেতলানো পাকা আম ২ কাপ, - চিনি ১ কাপ, - ডিম ২ টি, - ময়দা ১ কাপ, - বেকিং সোডা ১ চা চামচ, - ওয়ালনাট আধা কাপ, - ভ্যানিলা ...
উপকরণ
- থেতলানো পাকা আম ২ কাপ,
- চিনি ১ কাপ,
- ডিম ২ টি,
- ময়দা ১ কাপ,
- বেকিং সোডা ১ চা চামচ,
- ওয়ালনাট আধা কাপ,
- ভ্যানিলা এক্সট্র্যাক্ট ১ চা চামচ,
- ক্রিম চিজ ৩ আউন্স,
- মাখন ২ চা চামচ,
- গুঁড়া চিনি ২ কাপ।
প্রণালী
বড় বাটিতে আম, ডিম, চিনি ভালো ভাবে ফেটিয়ে নিন৷ ভালোভাবে মিশে গেলে এরমধ্যে ময়দা, ভ্যানিলা, বেকিং সোডা, ওয়ালনাট দিয়ে মিশান। বেকিং ট্রে গ্রিজ করে মিশ্রণ ঢেলে নিয়ে ৩৫০ডিগ্রি সেলসিয়াসে ওভেনে ৩৫-৪০ মিনিট রেখে দিন৷ বেক হয়ে এলে বের করে ঠান্ডা করে নিন। অন্য একটি বাটিতে ক্রিম চিজ, মাখন, গুঁড়া চিনি একসাথে ফেটিয়ে নিয়ে কেকের ওপর ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল মজাদার ও সুস্বাদু ম্যাঙ্গো এন্ড চিজ কেক।
- থেতলানো পাকা আম ২ কাপ,
- চিনি ১ কাপ,
- ডিম ২ টি,
- ময়দা ১ কাপ,
- বেকিং সোডা ১ চা চামচ,
- ওয়ালনাট আধা কাপ,
- ভ্যানিলা এক্সট্র্যাক্ট ১ চা চামচ,
- ক্রিম চিজ ৩ আউন্স,
- মাখন ২ চা চামচ,
- গুঁড়া চিনি ২ কাপ।
প্রণালী
বড় বাটিতে আম, ডিম, চিনি ভালো ভাবে ফেটিয়ে নিন৷ ভালোভাবে মিশে গেলে এরমধ্যে ময়দা, ভ্যানিলা, বেকিং সোডা, ওয়ালনাট দিয়ে মিশান। বেকিং ট্রে গ্রিজ করে মিশ্রণ ঢেলে নিয়ে ৩৫০ডিগ্রি সেলসিয়াসে ওভেনে ৩৫-৪০ মিনিট রেখে দিন৷ বেক হয়ে এলে বের করে ঠান্ডা করে নিন। অন্য একটি বাটিতে ক্রিম চিজ, মাখন, গুঁড়া চিনি একসাথে ফেটিয়ে নিয়ে কেকের ওপর ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল মজাদার ও সুস্বাদু ম্যাঙ্গো এন্ড চিজ কেক।