Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Top Ad

LATEST UPDATES:

latest

শরীরের কোন অংশ কাঁপলে কী হয়

আমরা ছোট বেলা থেকেই নানান ধরনের কুস্কারকে বিশ্বাস করি। নানা কুসংস্কার বিশ্বাসের ফলে মনে মনে কিছু কথা যেনো ধারণ করেই রাখি। গল্পের ছলে বড় হতে ...

আমরা ছোট বেলা থেকেই নানান ধরনের কুস্কারকে বিশ্বাস করি। নানা কুসংস্কার বিশ্বাসের ফলে মনে মনে কিছু কথা যেনো ধারণ করেই রাখি। গল্পের ছলে বড় হতে হতে জেনেছি ডান চোখ কাঁপলে এটা হয়তো বাম চোখ কাঁপলে ওটা হয়।

কথাগুলো সত্যি কিনা জানি না। তবে বিশ্বাস এতটাই প্রবল, যে সত্যি যেনো কথার সঙ্গে কাজের মিলও ঘটে যায়। শরীরের কোন অংশ কাঁপলে কি হতে চলেছে তা নিয়ে জ্যোতিষী বিদ্যা কি বলে সেটাই আজ তুলে ধরার চেষ্টা করছি।

মাথা ঢিপঢিপ করলে: ভূমি লাভের সম্ভাবনা।

কপাল ঢিপঢিপ করলে: স্থান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা।
ভ্রু বা নাক কাঁপলে: প্রিয়জনের সঙ্গে সঙ্গম হওয়ার সম্ভাবনা।

চোখ কাঁপলে: আনুগত্য প্রাপ্তির সম্ভাবনা

ডান চোখ কাঁপলে: অর্থ লাভ বা বন্ধু সমাগম হওয়ার সম্ভাবনা।

ডান চোখের নীচের অংশ কাঁপলে: যন্ত্রণা হওয়ার সম্ভাবনা

বা চোখে কাঁপলে: অর্থহানি, কলহের সম্ভাবনা।

চোখের কোন কাঁপলে: স্ত্রী লাভের সম্ভাবনা।

ঠোঁট কাঁপলে: ইচ্ছাপূরণ হতে পারে।

গলা কাঁপলে: সুখ, ধন, ভোজন

জিভ কাঁপলে: বন্ধু লাভ

 তালু কাঁপলে: বিবাদ ভয়

ডান কান কাঁপলে: বিদ্যা, স্ত্রী ও কুটুম্ব লাভ

বাঁ কান কাঁপলে: মাথা যন্ত্রণা বাড়তে পারে।

 দুই কান এক সঙ্গে কাঁপলে: ধন এবং সন্তোষ লাভ উভয় ঘটতে পারে।

কানের প্রান্ত কাঁপলে: প্রিয় সংবাদ পেতে পারেন।