Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Top Ad

LATEST UPDATES:

latest

হনুমান-অজগরের হাতাহাতির ভিডিও ভাইরাল

হাতাহাতি করছে হনুমান ও অজগর। এমন ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়। ওই ভিডিও ধারণকারী শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এরপর ভাইরাল হয়েছে সেই ভিডিও। ...

হাতাহাতি করছে হনুমান ও অজগর। এমন ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়। ওই ভিডিও ধারণকারী শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এরপর ভাইরাল হয়েছে সেই ভিডিও। ভিডিওটি ঠিক কোথায় ধারণ করা হয়েছে সেটি না জানলেও লাইক শেয়ার দেয়া থেকে বিরত নেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।
https://www.facebook.com/watch/?v=418419112157282

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, অজগরটি একটি হনুমানকে পেঁচিয়ে ধরেছে এবং বাকি হনুমানের দল তাকে ছাড়ানোর চেষ্টা করছে। কিন্তু শেষমেশ সফল হয় না হনুমানের দল। হনুমানটিকে গিলে নেয় অজগরটি। শেষ পর্যন্ত কোলে শিশু নিয়ে ঘটনাস্থলে ভিড় করে দাঁড়িয়ে থাকে হনুমানের দল।