Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Top Ad

LATEST UPDATES:

latest

সুখ চান? কোন রাশির সঙ্গী আপনার পক্ষে সঠিক, জেনে নিন

আপনারা একে অন্যকে নিশ্চয় খুব ভালবাসেন। তা-ও কেন এত অশান্তি চলছে? এর কোনও উত্তর কি নেই? অবশ্যই আছে। জ্যোতিষশাস্ত্র অনুয়ায়ী এটি গ্রহের খেলা। ...

আপনারা একে অন্যকে নিশ্চয় খুব ভালবাসেন। তা-ও কেন এত অশান্তি চলছে? এর কোনও উত্তর কি নেই? অবশ্যই আছে। জ্যোতিষশাস্ত্র অনুয়ায়ী এটি গ্রহের খেলা। তাই আগেই জেনে রাখুন কোন রাশির সঙ্গে সম্পর্ক গড়লে আপনি সুখী হবেন।

মেষ: মেষ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে প্রেমের জন্য মিথুন ও কুম্ভ রাশি যাকে বলে রাজযোটক। তবে সিংহ ও ধনু এই রাশির সঙ্গেও মেষ রাশির দীর্ঘস্থায়ী সম্পর্ক সম্ভব। তুলা রাশির সঙ্গে মেষ রাশির প্রেম হবে স্মরণীয়, কিন্তু এই প্রেম পরিণতি পাবে না কোনও দিন। তবে মকর ও কর্কট রাশিদের এড়িয়ে চলুন।

বৃষ: বৃষ রাশির জন্য পারফেক্ট ম্যাচ মকর। তাই বৃষরা বেছে নিন মকর রাশির সঙ্গী বা সঙ্গিনীকে। সাফল্যের চড়াই-উৎরাই পথে তিনি আপনাকে সাহায্য করবেন সব সময়। এক কথায়, সত্যিকারের ভালবাসার উদাহরণ হতে পারে মীনের সঙ্গে বৃষের প্রেম। এ ছাড়া কন্যা ও বৃষ, এই দুই রাশির মানুষই নির্বিবাদী চরিত্রের। তাই এদের মধ্যেও ভাল সম্পর্ক গড়ে উঠতে পারে। সিংহ ও বৃশ্চিক রাশিকে এড়িয়ে চলুন।

মিথুন: ধনু, কুম্ভ, সিংহ রাশির সঙ্গে খুব সহজেই প্রেম হতে পারে মিথুনের। তবে গভীর ও স্থায়ী প্রেমের জন্য মিথুনের জাতক-জাতিকাদের আদর্শ মেষ রাশি। সিংহ রাশি আপনাকে উপহার দিতে পারে একটি হাসিখুশি জীবন। বৃশ্চিকের সঙ্গেও মিলেমিশে জীবন কাটতেই পারে মিথুনের। তবে প্রেমের জন্য কর্কট, মকর, কন্যা ও তুলা রাশির মানুষের থেকে মিথুনের দূরে থাকাই শ্রেয়।

কর্কট: কর্কট রাশির জাতক-জাতিকারা সাধারণত সংবেদনশীল হয়। সে কারণে এদের জন্য পারফেক্ট ম্যাচ মীন ও বৃশ্চিক। কন্যা রাশির জাতক–জাতিকারাও কর্কটের জন্য শুভ। তবে মাঝে মাঝে বিরোধ দেখা দিতে পারে। এড়িয়ে চলুন মেষ ও তুলা রাশিদের।

সিংহ: এই রাশির জাতক-জাতিকাদের কর্তৃত্ব মেনে নিলে এরা যে কোনও রাশির সেরা বন্ধু হয়ে উঠতে পারে। তবে এদের জন্য সব থেকে ভাল মেষ ও ধনু। এদের কাছ থেকে সিংহ রাশির জাতক-জাতিকারা জীবনে অনুপ্রেরণা পায়। এ ছাড়া তুলা ও মিথুন রাশির সঙ্গে সিংহ রাশির মধুর সম্পর্ক হবে উঠতে পারে। তবে বৃশ্চিক ও কুম্ভরাশিকে এড়িয়ে চলুন।

কন্যা: কন্যার জাতক-জাতিকাদের সঙ্গে বৃষ ও মকরের প্রেম শুভ। মকরের সঙ্গে কন্যার সম্পর্ক থাকে শান্তিপূর্ণ ও স্বাভাবিক। প্রেম বা দাম্পত্যে একটু উচ্ছ্বলতা চাইলে কর্কট ও বৃশ্চিক হয়ে উঠতে পারে কন্যার আদর্শ সঙ্গী। মিথুন ও ধনুর সঙ্গে দাম্পত্য কন্যা রাশির জন্য শুভ নয়। কন্যার বিপরীত রাশি মীন। তাই মীনের সঙ্গে কন্যার সম্পর্ক হয় কালবৈশাখী ঝড়ের পর অগোছালো নগরের মতো।

তুলা: মিথুন ও তুলার প্রেম হেমন্তের ফুরফুরে বাতাসের মতো। এই প্রেম সাবলীল, ছন্দময় ও গতিশীল। কুম্ভের সঙ্গে তুলার সম্পর্কেও এই স্বাচ্ছন্দ্য বজায় থাকে। সঙ্গে থাকে নতুন অভিজ্ঞতা যাচাই করে দেখার সাহস। সিংহ রাশির মানুষের সঙ্গেও তুলার সম্পর্ক বেশ মিষ্টি-মধুর হয়ে ওঠে। ধনুর সঙ্গে তুলার সম্পর্ক মন্দ না হলেও থাকে উত্থান পতন। মকর, কর্কট ও মেষের সঙ্গে সংসার করতে গিয়ে জীবনে সমস্যা আসতে পারে তুলা রাশির জাতক-জাতিকাদের।

বৃশ্চিক: কর্কট ও মীন রাশি বৃশ্চিক রাশির ভাল সঙ্গী হতে পারে। বৃশ্চিকের চরিত্রের সঙ্গে মীন স্বাচ্ছন্দ্যবোধ করে। কন্যা ও মকর রাশির সঙ্গেও সম্পর্কে উন্নতি হয় বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের। সিংহ, বৃষ ও কুম্ভের সঙ্গে সম্পর্কে না যাওয়াই ভাল।

ধনু: শক্তিশালী চরিত্রের সঙ্গী পছন্দ করেন ধনু রাশির জাতক-জাতিকারা। তাই মেষ ও সিংহ রাশি এদের জন্য পারফেক্ট ম্যাচ। সিংহের সঙ্গে সম্পর্কে নিজের চারিত্রিক গঠন শক্তিশালী করে ধনু। মেষ রাশি তার জীবনে নিয়ে আসে উন্নতি। এড়িয়ে চলুন তুলা।

মকর: মকরের জন্য চোখ বুজে কন্যা রাশি। বৃষের সঙ্গেও মকরের দৃঢ় সম্পর্ক হয়ে থাকে। এ ছাড়াও বৃশ্চিক ও মীনের সঙ্গেও সফল দাম্পত্য জীবন গড়ে তুলতে পারে মকর। তুলা ও মেষ রাশি এড়িয়ে চলুন।

কুম্ভ: মিথুন রাশির সঙ্গে কুম্ভ রাশির প্রেমযোগ অতি শুভ। এই দুই রাশির মধ্যে পারস্পারিক সম্পর্ক ভাল থাকবে। স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে ধনু হতে পারে কুম্ভের আদর্শ সঙ্গী। বৃষ ও বৃশ্চিককে এড়িয়ে চলুন।

মীন: জ্যোতিষ মতে, মকর ও মীনের প্রেম হয়ে উঠতে পারে সফল প্রেমের উদাহরণস্বরূপ। বৃষ রাশির জাতক-জাতিকাদের সঙ্গে খুব দ্রুত সম্পর্ক গড়ে উঠতে পারে মীনের। তবে মিথুন ও ধনুর সঙ্গে প্রেমের সম্পর্কে না জড়ানোই ভাল।