দেওয়ালে টেপ দিয়ে লাগানো একটি কলা। আর এই শিল্পকর্মটি অবাক করেছে সবাইকে। মিয়ামি সৈকতের আর্ট বাসেলে বিক্রি হয়েছে এটি। যার দাম উঠেছ...
দেওয়ালে টেপ দিয়ে লাগানো একটি কলা। আর এই শিল্পকর্মটি অবাক করেছে সবাইকে।
মিয়ামি সৈকতের আর্ট বাসেলে বিক্রি হয়েছে এটি। যার দাম উঠেছে ১ লাখ ২০ হাজার ডলার বা ৮৫ লক্ষ টাকা!
ইতালির খ্যাতনামা শিল্পী মোরিজিও ক্যাটেলান এই কলার নাম দিয়েছেন ‘কৌতুক অভিনেতা'। সিএনএন-এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, বুধবার (৪ ডিসেম্বর) প্যারিসের আর্ট গ্যালারি পেরোটিনে এক প্রদর্শনীতে ব্যবহৃত হয়েছিল এই কলার শিল্পকর্ম।
অনলাইন প্ল্যাটফর্ম ‘আর্টসি' জানাচ্ছে, শিল্পীর অন্যান্য শিল্পকর্মের মতো এটিও কয়েকটি বিক্রি হয়ে গিয়েছে। এই শিল্পকর্মটিও এরই মধ্যে বিক্রি হয়েছে তিনটি। এই শিল্পকর্মে ব্যবহৃত কলাটি মিয়ামির এক মুদি দোকান থেকে কেনা। পেরোটিন গ্যালারির মালিক ইমানুয়েল সিএনএন-কে জানিয়েছেন, এই কলাটি বিশ্ব বাণিজ্য ও হাস্যরসের প্রতীক।
গ্যালারির পক্ষে ইনস্টাগ্রামে এই ছবিটি শেয়ার করে লেখা হয়েছে, ‘‘এই শিল্পকর্মটি এটাই বোঝাচ্ছে যে আমরা কোনও বস্তুর মূল্য কীভাবে নির্ধারণ করি এবং কোনগুলিকে মূল্যবান হিসেবে ধরি।''